"কারো জন্য বুকের মধ্যে শূন্যতা অনুভব করার নাম ভালবাসা।
"কারো সাথে পাশাপাশি চলার তীব্র ইচ্ছার নাম ভালবাসা "
.
"কারো সাথে কথা বলতে না পেরে ছটফট করার নাম ভালবাসা "
.
"কাউকে নিয়ে ভাবতে ভাল লাগার নাম ভালবাসা "
.
"কাউকে সুখী দেখে নিজেকে সুখী ভাবার নাম ভালবাসা "
.
"কারো চোখের কোনে দু ফোটা জ্বল দেখে কেঁদে ফেলার নাম ভালবাসা " .
.
"কারো কাছ থেকে কিছু পাবো না ভেবেও কিছু পাওয়ার আশা করার নাম ভালবাসা "
Popular Posts
-
এক ছেলের Girl Friend, খুব কাঁন্না করতেছে------। তো সে গিয়ে তার Girl Friend এর চোখের পানি মুছে দিয়ে তাকে জড়িয়ে ধরল----। ছেলেটি জড়িয়ে...
-
"কারো জন্য বুকের মধ্যে শূন্যতা অনুভব করার নাম ভালবাসা। "কারো সাথে পাশাপাশি চলার তীব্র ইচ্ছার নাম ভালবাসা " . "কারো ...
-
শিমা অনেক দিন ধরে তোমাকে বলি বলি করে বলা হলো না। কিন্তু তুমি কখনো জানতেও চাইলে না কী কথা তোমাকে বলতে চাই। আমি তোমাকে ইয়ে করি, ম...
-
প্রিয়তমা তোমার আর আমার প্রথম দেখা হয়েছিল স্বর্গে। তারপর তুমি আর আমি আলাদা হয়ে আছি পৃথিবীর দুই প্রান্তে। তোমাকে আমি কত খুঁজেছি এই হৃ...
0 comments:
Post a Comment